বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও পরামর্শক বাংলাদেশের সেঁজুতি

শেয়ার করুন          চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ঢাকার গবেষণাগারে নভেল করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অনুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের (টিআইএমবি) সদস্য করে নেওয়া হয়েছে। শুক্রবার সিএইচআরএফের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেঁজুতির টিআইএমবির সদস্য হওয়ার এ খবর জানানো হয়। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ এই বিজ্ঞানী সেদিন এক ফেইসবুক পোস্টে বলেন, “… এই প্রথম একজন বাংলাদেশিকে এমন একটি পদ দেওয়া হচ্ছে। আমি আমার সেরাটা দিয়েই আমাদের ও  নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর (এলএমআইসি)  পরিস্থিতি তুলে আনব।” সেঁজুতি এখন বেসরকারি শিশুস্বাস্থ্য গবেষণা সংস্থা … Continue reading বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও পরামর্শক বাংলাদেশের সেঁজুতি